htw

RAM Expender ব্যবহার করে Androidসেটের RAM বৃদ্ধি করুন (১OOO% Tested)

আমরা অনেকেই Ram নিয়ে Problem এ পড়ি।
আজ তার সমাধান দিচ্ছি।
এই পদ্ধতিতে RAM বাড়ানোর জন্য
আপনার ডিভাইস Swap File
Supported হতে হবে, না
হলে RAM বাড়ানো যাবে না।
যা লাগবেঃ
১টাClass 8 / 10 Micro SD Card,
2Apps
আপনার ডিভাইস Root করা হতে হবে।
১ম এ Busy Box Pro Appsটা ডাউনলোড
করে সেটে ইন্সটল করে ওপেন করুন।
ওপেন হবার পর Install লেখা অপশন
পাবেন সেখানে টাচ করুনInstall
Typeএ Normal Install ক্লিক করুন, Super User
permission চাইলেGrant / Acceptকরুন।
Install করা শেষ হলে বের হয়ে যান।
এখন Ram Expenderটা ডাউনলোড
করে ইন্সটল করে ওপেন করুন।
Super User
Permission চাইলেGrant / Acceptকরুন।
ধাপ-১:
এখানে Swap
File লেখাঅপশনে ক্লিক করুন।
একটা বক্স আসবে এখানে কত MB
RAM বাড়াতে চান তা লিখুন।
আপনার
সেটে যা RAM দেয়া আছে তার
সমান হলে ভাল হয়, খুব
বেশি হলে দ্বিগুন করতে পারেন।
কিন্তু তার বেশি করবেন না।
অর্থাৎ, যদি আপনার সেটের RAM
512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB
RAM বাড়াতে পারবেন।
সমান সমান করাই ভাল।
ধাপ-২:
Swappiness লেখার উপর ক্লিক
করলে যে বক্স
আসবে সেখানে 50 লিখুন।
ধাপ-৩:
MinFreeKB লেখায় ক্লিক
করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন।
20এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো আচরণ
করতে পারে।
এবার এপসটির উপরেSwap
Active লেখায় টিক দিলে Swap File
Create করা শুরু হবে কিছুক্ষন
অপেক্ষা করুন।
কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে। (Swap File তৈরির
আগে Appsটির Settingsএর SDCARD
Directoryতে গিয়ে Swap Fileকোথায়
তৈরি হবে তা নির্ধারন
করে দিতে পারেন,
না করলেAppsনিজেই Directoryতৈরি
করে নিবে সয়ংক্রিয় ভাবে।)
Close করে বের হয়ে যান। এখন Notify
Icon ও Autorunঅপশন ২ টায় টিক দেন।
কাজ শেষ।
তবে সেট ডাটা কেবল
দিয়ে পিসিতে কানেক্ট
করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই
প্রতিবার পিসি থেকে সেট
ডিসকানেকট করার পর এ ঢুকেSwap
Active লেখায় টিকদিয়ে Swap
RAM চালু করে নিতে হবে।
এপসটির নিচের দিকে গ্রাফ
আকারে RAM এর Status দেখাবে।
আপনার সেটের অরিজিনাল RAM কত
আর কতটুকু খালি আছে।
Swap RAM কত আর কতটুকু খালি আছে।
সবশেষে মোট RAMকত হয়েছে আর
কতটুকুই বা খালি আছে।
Class 8 / 10 Memory
Card ছাড়া RAM বারানো যাবে না,
বারিয়ে কোন লাভ নেই।
BusyBox Pro:  Download Now


RAM Expander : Download Now

(সংগ্রহীত)
তবে আমি ইউজ করছি।
SHARE

Sohanur Rahman Sobuz

Hi. I’m Sohanur Rahman Sobuz. I’m CEO/Founder of DroidBuzzz™. I actually created this blog for Symphony W72 User cause there is No Custom Rom for it. Thats Why I started Porting Custom ROM and Publish here. In the Meantime many Visitors have come to my blog thats why I publish other phone's rom too. Actually I am not a Dev.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment

Search This Blog

What do you think about this website? You can choice multiple answer

Subscribe Us

Join the team! By Submitting your email address: