আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন কিনার আগে যে জিনিস
টা নিয়ে ভাবি তা হল রুট। অনেকেই ফোন কিনেই রুট করে ফেলেন। আবার কেউ একটু
অপেক্ষা করে পরে রুট করেন। সিম্ফনি ডব্লিউ ১২৫ হল সিম্ফনির একমাত্র কোয়াড
কোর ফোন। বাজারে আসার পর কম বাজেট এর মধ্যে কোয়াড কোর ফোন হওয়ার কারনে
এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আজ আমরা দেখব কিভাবে সিম্ফনি দব্লিউ ১২৫
রুট করা যায়।
রুট করার প্রক্রীয়াঃ
এবার আন্ড্রয়েড ডিভাইসটিতে ইউএসবি ডিবাগিং অন করুন। মেনু থেকে সেটিংসে যান, স্ক্রল ডাউন করে Develover Options এ গিয়ে USB Debugging টিক দিন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেটাতে YES দিয়ে বেরিয়ে আসুন।
এবার ফোনটি ইউএসবি এর মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করুন। নিচের ধাপ গুলো লিনাক্স ব্যবহারকারীরা বাদ দিয়ে যেতে পারেন। সোজা রুটিং এ চলে যান।
উইন্ডোজ ব্যবহারকারীরা নিচের ধাপ গুলো অনুসরন করুন।
MY COMPUTER খুলুন।
SYSTEM PROPERTIES এ চলে যান।
DEVICE MANAGER এ ক্লিক করুন।
এখানে Fly IQ446 আছে। আপনারটায় Symphony W125 আসতে পারে। যাই আসুক না কেন OTHER DEVICE এর মধ্যে থাকবে। ওখানে রাইট ক্লিক করুন ও Update Device Software দিন।
Browse My Computer for Driver Software ক্লিক করুন।
Let me pick from a list of device drivers on my computer ক্লিক করুন।
Show all devices ক্লিক করে next দিন।
এখন Have Disk ক্লিক করুন।
Browse ক্লিক করুন।
এখন Locate File উইন্ডো থেকে যে ফোল্ডারে ডাউনলোড করা ফাইলগুলো রেখেছেন সেখানে ঢুকুন। ওখানে গিয়ে usb_driver ফোল্ডার ঢুকুন । তারপর android_winusb ফাইলটি ক্লিক করে ওপেন ক্লিক করুন।
OK ক্লিক করুন।
Android ADB Interface ক্লিক করে next ক্লিক করুন।
২টা উইন্ডো আসতে পারে, একটায় OK দিবেন আর আরেকটা যদি আসে Install this driver anyway দিবেন।
নিচের স্ক্রিনটি আসলে আপনার ড্রাইভার ইন্সটলের কাজ শেষ।
এখন যেখানে ফাইল গুলো ডাউনলোড করেছেন সেখানে যান।
run ফাইলটি ডাবল ক্লিক করেন (লিনাক্স ব্যবহারকারিরা Terminal থেকে ওই ফোল্ডারের আগের ফোল্ডারে গিয়ে chmod 777 -R w125 root করে এবার w125 root ফোল্ডারের থেকে sudo sh run.sh দিয়ে চালাবেন); লিনাক্স কমান্ডের সঙ্গে পরিচিত না থাকলে এই কাজগুলো উইন্ডোজেই করার চেষ্টা করবেন।
ফোনটি লাগানো না থাকলে লাগিয়ে নিন, Debugging অবশ্যই অন থাকতে হবে।
এই উইন্ডোতে এন্টার চাপুন।
চিত্রের মত না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ডিভাইস একবার রুট করা থাকার কারণে Failed দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে successful দেখাবে।
এন্টার দিন। আপনার ফোন রিবুট করবে। আপনার রুট করা হয়ে গিয়েছে!
ফোনের মেনুতে দেখুন SuperSU একটা অ্যাপ্লিকেশন এসেছে। তার মানেই আপনার ডিভাইস রুটেড!
রুট করার প্রক্রীয়াঃ
- একটি উইন্ডোজ অথবা একটি লিনাক্স ভিত্তিক কম্পিউটার লাগবে।
- মাইক্রো ইউএসবি কেবল লাগবে।
- নিচের লিঙ্কটি থেকে একটি ফাইল ডাউনলোড করে নিন।
এবার আন্ড্রয়েড ডিভাইসটিতে ইউএসবি ডিবাগিং অন করুন। মেনু থেকে সেটিংসে যান, স্ক্রল ডাউন করে Develover Options এ গিয়ে USB Debugging টিক দিন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেটাতে YES দিয়ে বেরিয়ে আসুন।
এবার ফোনটি ইউএসবি এর মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করুন। নিচের ধাপ গুলো লিনাক্স ব্যবহারকারীরা বাদ দিয়ে যেতে পারেন। সোজা রুটিং এ চলে যান।
উইন্ডোজ ব্যবহারকারীরা নিচের ধাপ গুলো অনুসরন করুন।
MY COMPUTER খুলুন।
SYSTEM PROPERTIES এ চলে যান।
DEVICE MANAGER এ ক্লিক করুন।
এখানে Fly IQ446 আছে। আপনারটায় Symphony W125 আসতে পারে। যাই আসুক না কেন OTHER DEVICE এর মধ্যে থাকবে। ওখানে রাইট ক্লিক করুন ও Update Device Software দিন।
Browse My Computer for Driver Software ক্লিক করুন।
Let me pick from a list of device drivers on my computer ক্লিক করুন।
Show all devices ক্লিক করে next দিন।
এখন Have Disk ক্লিক করুন।
Browse ক্লিক করুন।
এখন Locate File উইন্ডো থেকে যে ফোল্ডারে ডাউনলোড করা ফাইলগুলো রেখেছেন সেখানে ঢুকুন। ওখানে গিয়ে usb_driver ফোল্ডার ঢুকুন । তারপর android_winusb ফাইলটি ক্লিক করে ওপেন ক্লিক করুন।
OK ক্লিক করুন।
Android ADB Interface ক্লিক করে next ক্লিক করুন।
২টা উইন্ডো আসতে পারে, একটায় OK দিবেন আর আরেকটা যদি আসে Install this driver anyway দিবেন।
নিচের স্ক্রিনটি আসলে আপনার ড্রাইভার ইন্সটলের কাজ শেষ।
এখন যেখানে ফাইল গুলো ডাউনলোড করেছেন সেখানে যান।
run ফাইলটি ডাবল ক্লিক করেন (লিনাক্স ব্যবহারকারিরা Terminal থেকে ওই ফোল্ডারের আগের ফোল্ডারে গিয়ে chmod 777 -R w125 root করে এবার w125 root ফোল্ডারের থেকে sudo sh run.sh দিয়ে চালাবেন); লিনাক্স কমান্ডের সঙ্গে পরিচিত না থাকলে এই কাজগুলো উইন্ডোজেই করার চেষ্টা করবেন।
ফোনটি লাগানো না থাকলে লাগিয়ে নিন, Debugging অবশ্যই অন থাকতে হবে।
এই উইন্ডোতে এন্টার চাপুন।
চিত্রের মত না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ডিভাইস একবার রুট করা থাকার কারণে Failed দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে successful দেখাবে।
এন্টার দিন। আপনার ফোন রিবুট করবে। আপনার রুট করা হয়ে গিয়েছে!
ফোনের মেনুতে দেখুন SuperSU একটা অ্যাপ্লিকেশন এসেছে। তার মানেই আপনার ডিভাইস রুটেড!
0 Comments:
Post a Comment