কিন্তু এতো ঝামেলার মধ্যে কে যায়?? যদি আপনি নিজেই সেই ডিস্টার্বকারীর Address বের করতে পারেন ! ! !
চলুন শিখে নিই,কীভাবে আপনি এই কাজটি করবেন।
প্রথমে এখানে ক্লিক করুন http://203.112.222.42
এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। সেখান থেকে Login এ ক্লিক করুন।
তারপর যেই উইন্ডোটা আসবে সেখানে Login করার জন্য ২ টি বক্স দেখা যাবে।
প্রথম
বক্সটিতে অর্থ্যাৎ Customer ID(Area Code+Phone) এ আপনি যেই নম্বরের
Address বের করতে চান সেই নম্বরের এরিয়া কোড সহ লিখুন। [যেমন : 02XXXXXXX
.এখানে ০২ এরিয়া কোড। ]২য় বক্সে ও আপনি একই ভাবে ওই নম্ববটি এরিয়া কোড সহ বসাবেন। এরপর Login এ ক্লিক করুন।
এরপর যেই পেজটি আসবে সেইখান থেকে নিচের ছবির মত PRINT/VIEW CUSTOMER BILL সিলেক্ট করুন।
তারপর PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009) অথবা PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করবেন।
এবার
যেই পেজ আসবে সেখানে যদি PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009)
সিলেক্ট করে থাকেন তবে জুলাই ২০০৯ এর পরের কোন মাস এবং বছর লিখে Submit
করুন।আর যদি PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করে থাকেন তাহলে,জুলাই ২০০৯ এর আগের কোন মাস এবং বছর লিখে Submit করুন
এবার নিচের ছবির মত একটি বিলের পেজ আসবে। আর আশা করি আপনারা জানেন যে, বিলের TnT বিলের পেজে বাসার ঠিকানা লেখা থাকে।
হে হে হেহ! [বিঃদ্রঃ পোস্টটি শিক্ষনীয়, তাই কেউ পোস্টটির Misuse করলে পোস্টের লেখক দায়ী থাকবে না ]

0 Comments:
Post a Comment