কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছেন।আমার অবস্থা আর
কিবলব?সামনে কলেজে পরীক্ষা শুরু কিন্তু পড়াশোনায় মন নেই।আপনারা দোয়া করেন
যাতে পাশ মার্কসটা কোনো মতে উঠে।যাই হোক মূল আলোচনার দিকে আসি এবার।অনেকের
বাসা এখন TnT ফোন থাকে।অনেকেই TnT দিয়ে ফোন করে ডিস্টার্ব করে।TnT অফিসে
গিয়ে ইচ্ছা করলে TnT নম্বরের Address বের করা যায়।
কিন্তু এতো ঝামেলার মধ্যে কে যায়?? যদি আপনি নিজেই সেই ডিস্টার্বকারীর Address বের করতে পারেন ! ! !
চলুন শিখে নিই,কীভাবে আপনি এই কাজটি করবেন।
প্রথমে এখানে ক্লিক করুন
http://203.112.222.42
এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। সেখান থেকে Login এ ক্লিক করুন।

তারপর যেই উইন্ডোটা আসবে সেখানে Login করার জন্য ২ টি বক্স দেখা যাবে।

প্রথম
বক্সটিতে অর্থ্যাৎ Customer ID(Area Code+Phone) এ আপনি যেই নম্বরের
Address বের করতে চান সেই নম্বরের এরিয়া কোড সহ লিখুন। [যেমন : 02XXXXXXX
.এখানে ০২ এরিয়া কোড। ]
২য় বক্সে ও আপনি একই ভাবে ওই নম্ববটি এরিয়া কোড সহ বসাবেন। এরপর Login এ ক্লিক করুন।
এরপর যেই পেজটি আসবে সেইখান থেকে নিচের ছবির মত PRINT/VIEW
CUSTOMER BILL সিলেক্ট করুন।

তারপর PRINT/VIEW
DUPLICATE BILL (AFTER JULY 2009) অথবা PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করবেন।

এবার
যেই পেজ আসবে সেখানে যদি PRINT/VIEW DUPLICATE BILL (AFTER JULY 2009)
সিলেক্ট করে থাকেন তবে জুলাই ২০০৯ এর পরের কোন মাস এবং বছর লিখে Submit
করুন।
আর যদি PRINT/VIEW DUPLICATE BILL (BEFORE JULY 2009) সিলেক্ট করে থাকেন তাহলে,জুলাই ২০০৯ এর আগের কোন মাস এবং বছর লিখে Submit করুন

এবার নিচের ছবির মত একটি বিলের পেজ আসবে। আর আশা করি আপনারা জানেন যে, বিলের TnT বিলের পেজে বাসার ঠিকানা লেখা থাকে।

হে হে হেহ!

কি এবার তাহলে যেই TnT নম্বর দিয়ে ফোনে ডিস্টার্ব করবে তার ১২টা বাজায়
দিন। আরেকটা জিনিসও শিখিয়ে দেই। ইচ্ছা করলে আপনি এই সিস্টেমটা বাতিল করে
দিতে পারেন যাতে কেউ আপনার TnT নম্বর দিয়ে আপনার Address বের না করতে পারে।
খুব সোজা কাজ ৩য় ছবিটা লক্ষ্য করুন, সেখানে Change Password অপশনটা
সিলেক্ট করে Password Change করে আপনার ইচ্ছামত Password দিয়ে দিন। ব্যস !
এবার আপনাকে কেউ বের করতে পারবে না।(BTCL অফিসের সাহায্য ছাড়া )

[বিঃদ্রঃ পোস্টটি শিক্ষনীয়, তাই কেউ পোস্টটির
Misuse করলে পোস্টের লেখক দায়ী থাকবে না ]
Hi. I’m Sohanur Rahman Sobuz. I’m CEO/Founder of DroidBuzzz™. I actually created this blog for Symphony W72 User cause there is No Custom Rom for it. Thats Why I started Porting Custom ROM and Publish here. In the Meantime many Visitors have come to my blog thats why I publish other phone's rom too. Actually I am not a Dev.
0 Comments:
Post a Comment