কিন্তু খুব কম সংখ্যক মানুষই এটা করতে পারে।
আর যারা করতে পারেন তারা computer দিয়ে করতে পারেন।
কিন্তু আজ আমি শেখাবো কিভাবে মোবাইল সহ যেকোনো browser
দিয়ে single word নাম করা যায়।
প্রথমে browser এ ঢুকে
facebook.com এ আপনার id
লগ ইন করুন।
তারপর
http://m.facebook.com/
এই লিংকে গিয়ে
"Bahasa Indonesia"
সিলেক্ট করুন।
এবার
http://proxy.web.id/
এই লিংকে যান।
দেখবেন একটা বক্স আসবে।
বক্সে
facebook.com লিখুন।
এবার ফেসবুক login পেজ আসবে।
আপনি আপনার অ্যাকাউন্ট টি লগ ইন
করুন।
যদি আপনার ফেসবুক হোম আসে
তাহলে এই tab টি close করে দিন।
তারপর আবার
http://proxy.web.id/
এই লিংকে যান।
এবার বক্স এ নিচের লিঙ্ক টি কপি করে পেস্ট করুন
facebook.com/settings/account/
এবার যে পেজ আসবে সেখানে
৫টি বক্স দেখবেন।
সবচেয়ে ওপরের বক্স এ আপনার কাঙ্খিত
এক ওয়ার্ড এর নাম টি লিখুন।
এবার সবচেয়ে নিচের বক্স এ আপনার password দিন।
খেয়াল রাখবেন যেন ২য় এবং ৩য় বক্সে কিছু না লিখা থাকে।
এবার সেভ দিন।
সবকিছু ঠিক মত করলে কাজ হবে।
এবার কাজ হলে
log out করুন।
এবার অই tab close করুন।
এবার
http://m.facebook.com/
লিংকে গিয়ে
English (US) সিলেক্ট করুন।
0 Comments:
Post a Comment