3D মুভি উপভোগ করুন আপনার এন্ড্রয়েড ডিভাইসে!!!
আজ
আমি আপনাদেরদেখাবো কিভাবে আপনি আপনার Android ডিভাইসে 3Dমুভি দেখবেন।3D
ভিডিও দেখার মজাই আলাদা, আর সেটা যদি পকেটের Android ফোন দিয়ে দেখা যায়
তাহলে মন্দ হয় না ।
যাযা প্রয়োজনঃ-
১।অরজিনাল 3D ভিডিও।
২।3D প্লেয়ার।
৩। 3Dচশমা।
3Dভিডিওঃ-
3D উপভোগ করার জন্য প্রথমেই প্রয়োজন হবে 3D ভিডিওর । অনলাইনে ইউটিবসহ বিভিন্ন সাইট থেকে 3D ভিডিও সংগ্রহ করতে পারেন ।
তবে বিভিন্ন ফেসবুক গ্রুপ ,বিক্রয় ডট কম, সেল বাজারএই জাতিও ওয়েবসাইটের মাধ্যমে অতি কম মূল্যে আপনি 3Dমুভি ক্রয় করতেপারেন।
আর3D মুভি ডাউনলোডের জন্য সবচেয়ে ভাল সোর্স হলটরেন্ট/4shared ।
আপনাদেরসুবিধার্থে আমি ইউটিবের ১টি 3D ভিডিও চ্যনেলের লিংকদিচ্ছিঃ
http://www.youtube.com/playlist?list=PLgWOrB_npH7CMnxIktcqun8vf-KO_eRCS
3Dভিডিও প্লেয়ারঃ-
জেনে রাখা ভাল যে 3D ভিডিওদুই ধরনের হয়ে থাকেঃ
ক)Full SBS (side by side) এটাউপভোগ করার জন্য 3Dplayer অবশ্যক।
খ)HSBS (half side by side)এটা উপভোগ করার জন্য 3Dplayer না হলেও চলে।mx player হলেইহবে।
দুঃখের
বিষয় হলেও সত্য Android এর জন্য এখনও কোনভালো মানের 3D ভিডিওপ্লেয়ার নেই,
হয়তো পরবর্তীতে পাওয়া যাবে । তারপরও Android মার্কেট থেকে 3D ভিডিও দেখার
জন্য দুটি প্লেয়ার এর সাথে পরিচয়করিয়ে দেবো, যারমাধ্যমে আপনারা 3D
ভিডিওউপভোগ করতে পারবেন। প্লেয়ার২টি তে একটু বাগ আছে, প্লেয়ারেরপরবর্তী
আপডেটএর সময় আশা করি ফিক্স করা হবে।
Eassee3D Player
এই
প্লেয়ারের মাধ্যমে 3D ভিডিও উপভোগ করতে পারবেন । প্লেয়ার ওপেনকরার পর
নিচেরকন্ট্রোল প্যানেলের বাম দিকে 2D/3D সিলেক্টকরার অপশন রয়েছে ।
ডাউনলোড লিঙ্কঃ
https://play.google.com/store/apps/details?id=com.aromamedia.eassee3d
3DVideo Player
এই
প্লেয়ারটি দিয়েও 3D ভিডিও উপভোগ করতে পারবেন । Eassee 3D Player এর
মত নিচের কন্ট্রোলপ্যানেলের বাম দিকে 2D/3D সিলেক্টকরার অপশন থাকলেও, বাগ
থাকারকারনে কাজ করে না । তাই কন্ট্রোল প্যানেলেরথেকে Setup–> Set the
priority ofsystem player থেকে 3DPlayer সিলেক্ট করে নিন ।
ডাউনলোড লিঙ্কঃ
https://play.google.com/store/apps/details?id=com.vstar3d.player
3Dচশমাঃ-
মার্কেটে বেশ সুলভ মূল্যেই 3D চশমা কিনতে পাওয়া যায়, সংগ্রহ করতে পারেন যা 3D ভিডিও দেখায় নতুন মাত্রা যোগ করবে ।
তবে বিভিন্ন
ফেসবুক গ্রুপ ,বিক্রয় ডট কম, সেল বাজার এই জাতিও ওয়েবসাইটেরমাধ্যমে অতি কম
মূল্যে আপনি 3D চশমা ক্রয় করতে পারেন।সাধারনত ২৫০ থেকে৩০০ এর মধ্যেই ভাল
nVDIA চশমাপাওয়া যায়।
মনে রাখবেন কম মুল্যের মধ্যে সব চেয়েভাল হল 3DnVIDIA চশমা। আর চায়না গুলো আপনার চোখের জন্য মারাত্তকক্ষতিকর।
ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment