viper4andriod হল এমন একটি অ্যাপলিকেশন যা আপনার এন্ড্রয়েড ডিভাইসে
মিউজিক শোনার পুরো অভিজ্ঞতাই পাল্টে দিতে পারে। সুরের মায়ায় আবদ্ধ করতে
পারে আপনাকে। একবার যারা এর প্রেমে পরবেন তাদের কাছে অপরিহার্য একটি
সফটওয়্যার এটি। আপনি যদি রুটেড এন্ড্রয়েড চালান তবে আপনাকে স্বাগতম। কারণ
কিছুক্ষণের মধ্যেই আপনিও হারিয়ে যেতে যাচ্ছেন সুরের দুনিয়ায়। আসুন তবে দেখে
নিই কিভাবে ইন্সটল করবো viper4andriod...
যা থাকতে হবেঃ
১) অবশ্যই একটি রুটেড এন্ড্রয়েড ডিভাইস
২) এন্ড্রয়েড ভার্শন (2.3 থেকে 4.4)
৩) busybox ইন্সটলড (busybox pro link) - Click Here
৪) Root explorer - Click Here
৫) এবং অতি অবশ্যই viper4android এর লেটেস্ট ভার্শন (লিংক- Click Here
কার্যপ্রণালীঃ
• প্রথমেই উপরের লিংক থেকে busybox pro নামিয়ে ইন্সটল করে নিন যদি ইতিমধ্যেই তা ইন্সটল করা না থাকে।
• এরপরে উপরের লিংক থেকে ইন্সটল করে নিন Root Explorer যদি ইতিমধ্যেই ইন্সটল করা না থাকে।
• উপরের লিংক থেকে নামিয়ে নিন viper4android এর লেটেস্ট ভার্শন।
• Apk ফাইলটি নামাবার পরে সেটি root explorer দিয়ে কপি করুন root/system/app এই ফোল্ডারের মধ্যে।
• ফাইলটির উপরে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। তাহলে একটা মেন্যু আসবে। সেখান থেকে সিলেক্ট করুন permissions.
• এবার যে মেন্যু আসবে সেখান থেকে read এর নিচের সবগুলোতে টিক দেয়া আছে কিনা দেখুন। না থাকলে দিয়ে দিন।
• এবার write এর নিচের প্রথম বক্স (owner) এ টিক দেয়া আছে কিনা দেখুন। না থাকলে টিক দিয়ে দিন।
• এর বাদে অন্য সকল ঘরের টিক উঠিয়ে দিন (যদি দেয়া থাকে)।
• ok চাপুন। অ্যাপ হেকে বের হয়ে আসুন এবং আপনার সেটটি রিস্টার্ট করুন।
• একটু সময় লাগতে পারে। চিন্তার কোনও কারণ নাই। সেট চালু হলে দেখবেন মেন্যুতে viper4android অ্যাপটি ইন্সটল হয়ে গেছে।
• অ্যাপটি ওপেন করুন। রুট পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিন।
•
আপনাকে একটা ড্রাইভারের লিস্ট থেকে ড্রাইভার ইন্সটল করতে বলবে। আপনার
সিপিউ অনুযায়ী ড্রাইভারের উপরে ক্লিক করুন। (ড্রাইভারের লিস্ট নিচে দেয়া
হয়েছে)
• কিছুক্ষণ অপেক্ষা করলেই ড্রাইভার ইন্সটল হয়ে যাবে। এবার ফোনটি আবার রিস্টার্ট দিন।
•
চালু হবার পরে আবার viper4android ওপেন করুন। ডানে বামের ট্যাব থেকে
হেডসেট, ব্লুটুথ কিংবা ফোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন।
নিজের পছন্দমত চেঞ্জ করে নিন।
• সুরের মুগ্ধতায় হারিয়ে যান।
• ও হ্যাঁ, ফোনের সাউন্ড সেটিংস থেকে default equalizer হিসেবে viper4android কে সিলেক্ট করে দিতে ভুলবেন না যেন।
সিপিউ
অনুযায়ী ড্রাইভারের লিস্টঃ লিস্ট:- NEW FX 2208+ZTE U880 or same
CPU(PXA920), choose "Without VFP (PXA920)" (Convolver and Surround+
disabled)Tegra2, ARM or any CPU with freq equal/less than 800MHz, choose
"With VFP"All Qualcomm/Snapdragon of freq higher than 800MHz,
regardless of cores, choose "CortexA8 with NEON"All other
Dual-core,Quad-core,Octa-core, choose "CortexA9/15 with NEON" NEW XHIFI
2101+ZTE U880 or same CPU(PXA920), choose "Without VFP
(PXA920)"Tegra2, ARM, choose "With VFP"ALL others, choose "CortexAx with NEON"
আপনাদের সুবিধার জন্য একটা মোটামুটি সেটিংস দেয়া হল (নিজের পছন্দমত পরিবর্তন করে নেবেন)-
master power- enable
force enable v4a- enable
playback gain control- enable
select effect strength- moderate
firequalizer- enable
select preset- যার যা খুশি (আমি bass booster চালাচ্ছি)
headphone surround+ - enable
select effect level- (level 1)
fidelity control- enable
select bass boost- (যেটা শুনতে ভালো লাগে)
enable viper clarity- enable
select clarity- (6 db)
auditory system protection- enable
select binaural level- moderate
>>enjoy
0 Comments:
Post a Comment